স্পোর্টস ডেস্কঃ আবারও বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠলো রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে তাদের মাঠেই রিয়াল হারালো ৩-১ ব্যবধানে। লা লিগার ম্যাচে জোড়া নিশানাভেদ করেছেন করিম বেনজেমা।
শনিবার ২০ মিনিটে বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। ৩০ মিনিটে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টরা।
৪০ মিনিটে সান্তি মিনার গোলে ব্যবধান কমায় সেল্টা ভিগো। তবে হার এড়াত পারেনি তারা। যোগ করা সময়ে অ্যাসেনসিওর গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
এই জয়ে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো লস ব্লাঙ্কোসরা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা রোববার রাত ২টায় মাঠে নামবে সোসিয়েদাদের বিপক্ষে।
Leave a Reply