শরণখোলা প্রতিনিধিঃ ৮ মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বে এক যোগে পালিত হয়েছে এ দিবসটি তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ্য স্বাস্থ্য কেন্দ্রর (ডিএসকে) উদ্দ্যেগে আর্ন্তজাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে (৮ মার্চ) সোমবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভার আয়োজন করে শরণখোলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন শান্ত। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শ্রেষ্ঠ জয়িতা মোহসিনা হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে শরণখোলার গোলবুনিয়া গ্রামের মোঃ মোজাম্মেল হোসেনের কন্যা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে শরণখোলা উদীচী শিল্পী গোষ্ঠি।
Leave a Reply