স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রাপ্তিতে আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌর সভার মেয়র অধ্যাপক জনাব মোঃ আবুল খায়ের সাহেব।
সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম-মনোহরগঞ্জের (সার্কেল) জনাব মুহিতুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মহব্বত আলী ও জনাব মোঃ তোফাজ্জল হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব মোঃ রফিকুল ইসলাম (হিরা), দৌলতগন্জের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিন্টু রঞ্জন সাহা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বক্তব্যে, বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন আজ, ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন, ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চে দেওয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি কে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
Leave a Reply