সুজন চক্রবর্তী(ভারত): শিলচর তারাপুরের ইঅ্যান্ডডি মুখে নির্মিত হল ‘ কারগিল বিজয় স্মারক’। কারগিল জয়ে সেনাবাহিনীর কঠুর পরাক্রম ও বীরত্বকে স্মরণে রেখে এই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ বলে জানিয়েছেন বিধায়ক দিলীপ কুমার পাল।
রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর মাসিমপুর স্টেশনের কমান্ড্যান্ট কর্নেল পংকজ যাদব, শহিদ জওয়ান নন্দচাঁদ সিংহের মা বৃন্দা দেবী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ভরত। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, শিলচর বতর্মান সাংসদ ডাঃ রাজদীপ রায়, কাছাড় জেলাশাসক কীর্তি জল্লি, আরএসএস প্রচারক জ্যোৎস্মাময় চক্রবর্তী, ভিএইচপি প্রচারক পূর্নচন্দ্র মন্ডল প্রমূখ।
শিলচর সাংসদ রাজদীপ রায় জানান, উত্তর পূর্বে এই প্রথম কারগিল বিজয় স্মারক নির্মিত হল। ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই স্মারক নির্মিত হয়েছে।
Leave a Reply