সঞ্জয় দাশ (খুলনা): যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনর্চাজ বেনাপোল পোর্ট থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ মফিজুর রহমান চৌধুরী ও এসআই (নিঃ)/ মোঃ মাসুম বিল্লাহ সংগীয় ফোর্স সহ অদ্য (১৯ ফেব্রুয়ারি) রাত্রি ১৪:৫০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচড়া গ্রামস্থ ধৃত ১ নং আসামী মোছাঃ নুর নাহার (৪০) এর পরিহিত বোরখার নিচে স্কচটেপ দিয়ে পেটের সাথে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ১৫ (পনের) বোতল, ২ নং আসামী মোছাঃ মালা (৩৫) এর পরিহিত বোরখার নিচে স্কচটেপ দিয়ে পেটের সাথে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ১৫ (পনের) বোতল এবং ৩ নং আসামী মোছাঃ স্বপ্না (৪০) এর পরিহিত বোরখার নিচে স্কচটেপ দিয়ে পেটের সাথে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ১৩ (তের) বোতল ফেন্সিডিল সর্বমোট ৪৩ (তেতাল্লিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। এই সংক্রান্ত বেনাপোল পোর্ট থানার মামলা নং- ২৬, তাং- (১৯ ফেব্রুয়ারি) ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ) রুজু করা হয়েছে।
Leave a Reply