সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজ মন্ডলের উদ্যোগে ঢাকার শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের সবাবেশে বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন।
জানাযায় , বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ফয়জুল করিমের গ্রেপ্তার দাবিতে আগামী ১ ডিসেম্বর সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন এ কর্মসূচি ঘোষণা দেন। এদিন বিকাল ৪টায় সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রথমে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। সমাবেশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মী জড়ো হন। মঞ্চের নেতাকর্মীরা মামুনুল হক ও ফয়জুল করীমকে গ্রেফতারের দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
Leave a Reply