হাকিমপুর থানার এসআই নিহার চন্দ্র রায় জানান, ভারতীয় ট্রাক থেকে গাঁজা নামিয়ে দেওয়া হচ্ছে একটি গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টের ভিত্তিতে পুলিশের একটি দল হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় বন্দরে পণ্য খালাস করে ভারতে যাওয়ার সময় ভারতীয় একটি ট্রাক থেকে কী যেন নামিয়ে দেওয়া হচ্ছে দেখতে পায় এ সময় ধাওয়া দিয়ে জাকিরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। অপর একজন পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে দুটি পোটলার ভেতরে থাকা এক কেজি আটশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুকরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
Leave a Reply