রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপালে নিরাপদ পানি সংরক্ষনের ট্যাংক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রামপাল জনস্বাস্থ্য প্রোকৌশল ভবন চত্তরে বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার স্থানীয়দের মাঝে এসব বিতরণ করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ বাগেরহাট জেলার রামপাল মোংলা উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রেইন ওয়াটার হার্ভেস্টিং এর মাধ্যমে নিরাপদ পানি সংরক্ষনের জন্য ১৭৮ টি পরিবারের হাতে পানি সংরক্ষনের ট্যাংক তুলে দেন।
এরপর তিনি উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,জনস্বাস্থ্য খুলনা সার্কেল তত্বাবধায়ক প্রোকৌশলী মোঃ জামানুর রহমান,নির্বাহী প্রোকৌশলী বাগেরহাট ইসমাইল হোসেন,রামপাল উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন,কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল,জেলা পরিষদ সদস্য অসীত বরন কুন্ডু, ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান,নূরুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীবৃন্দ।
Leave a Reply