ঈদুল আজহা উপলক্ষে সবাই এখন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এমন অবস্থায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেড়েছে গাড়ি চলাচল।তাই যাত্রীদের পথযাত্রা নিরাপদ করতে সচেষ্ট আছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।ঈদকে সামনে রেখে তাঁরা চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। বিশেষ করে মহাসড়কে যানজট সৃষ্টি না হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এছাড়াও মহাসড়কেদুর্ঘটনা এড়াতে অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের গাড়ি চালানো থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন হাইওয়ে পুলিশ।রবিবার বিকালে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মৌলভীর দোকান এলাকায় কর্মরত দুই হাইওয়ে পুলিশ সদস্য নাজমুল হাসান ও মিঠু বণিক জানান, আমরা যাত্রীদের পথযাত্রা নিরাপদ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আশা করি যাত্রীরা নিরাপদে মহাসড়কে চলাফেরা করতে পাচ্ছেন এবংং কোনো ধরনের সমস্যা হবে না।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব মুঠোফোনে জানান, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীদের পথযাত্রা নিরাপদ করার ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা নিয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমাদের পুলিশ সদস্যরা কর্মরত আছে এবং থাকবে।
Leave a Reply