রাত পোহালেই কোরবানি ঈদ। গরু-মহিষ জবাই করে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি করবে মুমিন বান্দা। তাই এই কোরবানি ঈদকে ঘিরে শেষমুহুর্তে জমে উঠেছে কোরবানি গরুর হাটগুলো। এমনই দৃশ্য দেখা গেছে চট্রগ্রামের চন্দনাইশের বিভিন্ন গরুর হাটগুলোতে। চন্দনাইশ পৌরসভা বাজার, বৈলতলী ইউনুছ মার্কেট, সাতবাড়িয়ার জামতল চৌমুহনী বাজার, বরমার টিনেরহাট সহ বিভিন্ন গরুর হাটে গিয়ে দেখা যায়, কোরবানি গরুর হাটগুলোতে প্রচুর গরু আসলেও চাহিদার তুলনায় বেচাকেনা কম।এব্যাপারে গরু ব্যবসায়ী ও মালিকেরা বলছেন,চাহিদার তুলনায় গরু বিক্রি কম হওয়ায় হতাশাজনক অবস্থায় রয়েছে তারা। সেইসাথে ইজারাদারেও রয়েছে দুশ্চিন্তায়। এদিকে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় গরুর দাম কম। তবুও বিক্রি কম হওয়ার কারণ জিজ্ঞেস করলে তারা জানান৷ কিছুদিন পূর্বে সারাদেশের ন্যায় চন্দনাইশের সাধারণ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে সাধারণ মানুষ। ফলে সেই প্রভাব পড়েছে এবারের কোরবানি ঈদে। তথাপি সামার্থবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাধ্য অনুযায়ী কোরবানি দিবে বলে মন্তব্য করছেন ধর্মীয় আলেমরা।
Leave a Reply