শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:দৈনিক পূর্বঅঞ্চল পত্রিকার ডুমুরিয়ার চুকনগর প্রতিনিধি গৌতম রাহার মেয়ে জি পি এ৫ পেয়েছেন ।
গৌতম রাহার নিকট মেয়ের পরিক্ষার ফলাফল জানতে চাইলে তিনি বলেন,আমি আনন্দিত, উদ্বেলিত। জানিনা জীবনে এত খুশি এর আগে কখনও হয়েছি কিনা। শুধু আমি নই, পৃথিবীর সব পিতাই এমন দিনে গর্বিত অনুভব করে।
আমার অতি আদরের ধন, আমার সপ্ন, আমার ভবিষ্যৎ একমাত্র কন্যা অর্পিতা রাহা তিশা এবারের এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জি পি এ-৫ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমার “মা” চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২০ সালে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী করে। আমি আমার মামনির এই ফলাফলে পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply