স্টাফ রিপোর্টার: শরীয়তপুরের ডামুড্যায় এসএসসি-১৯৯৫ ব্যাচের উদ্যোগে করোনা অাতঙ্কে কর্মহীন ও অসহায়দের মাঝে ঈদ উপহার নগদ অর্থ প্রদান করা হয়েছে। এব্যাপারে মোসাদ্দেক হোসেন মেহেদী বলেন, আলহামদুলিল্লাহ, ২২/৫/২০২০ ইং শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে করোনা অাতঙ্কে কর্মহীন, দরিদ্র ও অসহায় প্রায় ২২৫ পরিবারের মাঝে ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়েছে। ডামুড্যার ১৯৯৫ এসএসসি ব্যাচের প্রবাসী ও ঢাকাস্থ বন্ধুদের সার্বিক সহায়তায় সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠান অায়োজন করে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু মহল। অনুষ্ঠানে অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মো: অালমগীর মাঝী, উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ, ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর, পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান বাচ্চু মাদবর প্রমূখ। এতে সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের অন্যতম অায়োজক মোসাদ্দেক হোসেন মেহেদী ও সঞ্চালনা করেন, তোফায়েল ইসলাম। তিনি অারও বলেন, মহান আল্লাহ যেন এসএসসি ৯৫ ব্যাচের সকল বন্ধুদের দেশের মানুষের পাশে থাকার তৌফিক দান করেন, আমিন।
Leave a Reply