গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে গোপালগঞ্জ থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানীর ব্যাসপুরে যাচ্ছিল। ভাটিয়াপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই ৩ জন ও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িক বিঘ্নিত হয়। আতহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।
Leave a Reply