অনলাইন ডেস্ক:দেশবরেণ্য চলচ্চিত্রকার কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’ নিয়ে এরই ভেতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। সম্প্রতি ছবিটির ফার্স্টলুক হিসেবে একটি পোস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকের ওয়ালে পোস্ট করেন। সেই থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
তাই সময়ের এই সঙ্কট সময়ই সমাধান করে দেবে। আমি নির্মাতা হিসেবে ভালো ছবি, বিনোদনের পাশাপাশি মেসেজ দেওয়া, যেটি আমার অভ্যেস তা দিয়ে যাবো।’ তার এবারের চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে উত্সর্গ করা হয়েছে। এ প্রসঙ্গে কাজী হায়াত্ বলেন, ‘এটা তো আমার, আমাদের নৈতিক দায়িত্ব। শুধু তাই নয়, আমি মনে করি একটি দেশের ছবির মাধ্যমে আমি আমার জাতির জনককে ট্রিবিউট করতে পারছি এটাই আমার জন্য পরম আনন্দের।’ কাজী হায়াতের ছবির ভেতর দিয়েই চলচ্চিত্রে মান্নার একটি দারুণ ইমেজ তৈরি হয়। এবার শাকিব খানকে নিয়ে কাজ প্রসঙ্গে কাজী হায়াত্ বলেন, ‘শাকিব তো এখন দাপিয়ে বেড়াচ্ছে। ওকে সবারই সাপোর্ট করা উচিত। অসাধারণ পরিশ্রমী এক অভিনেতা। ওকে তো আর আজ থেকে চিনি না। তাই আমি মনে করি ২০২০-এর সেরা ছবি হবে বীর।’
Leave a Reply