এম.এবি ছিদ্দিক: নোয়াখালীর সোনাইমুড়ীতে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে গ্রাহকের কাছ থেকে ছিনতাইকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় পৌরসভার ভানুয়াই গ্রামের সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার সন্ধ্যায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। আটককৃতরা হলো- পার্শ্ববর্তী কুমিলা জেলার লাকসাম থানার আজগরা ইউনিয়নের চরবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবদুল মন্নান (৩০), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জমির হোসেন (৪০) ও মৃত আনসার আলীর ছেলে আব্দুস সাত্তার (৭০)।
পুলিশ ও মামলাসূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় ভানুয়াই গ্রামের আবু তাহেরের স্ত্রী রাবেয়া খাতুন ও আবদুল বারেকের স্ত্রী জাকিয়া খাতুন সোনাইমুড়ী মনিদা প্লাজাস্থ সোনালী ব্যাংক শাখায় টাকা উত্তোলন করে ফেরার পথে ছিনতাইকারীরা কৌশলে হাত ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয়। এসময় রাবেয়া খাতুন চিৎকার দিলে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপার্দ করে। এসময় পুলিশ তাদের দেহ তলাশী করে ছিনতাইকৃত টাকা উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ পিপিএম জানান, আটককৃত ৩ ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত কয়েক মাস যাবত সোনাইমুড়ীসহ অন্যান্য এলাকা থেকে তারা কৌশলে টাকা ও জিনিষপত্র ছিনতাই করে আসছে। তারা পেশাদার ছিনতাইকারী।
Leave a Reply