মো.আল আমিন ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া সদর ১৩নং মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর সড়ক বাজার ইসলামি ব্যাংকের বিপরীতে বি. ট্রাভেলস্ এন্ড টুরিজম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ই জুন ) বিকালে ৪ টায় চান্দপুর সড়ক বাজার বি. ট্রাভেল এজেন্সির অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁন্দপুর বাজারের সকল বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বি. ট্রাভেলস্ এন্ড টুরিজম এর কর্ণধার হাজি মোঃ সাইফুল ইসলাম বলেন, এখন থেকে দেশ–প্রবাসী ভাই-বোনেরা আমাদের বি. বাড়িয়া ট্রাভেল অফিস থেকে সরাসরি সকল এয়ার লাইন্সের টিকেট.জিয়ারা ভিসা প্রসেসিং, টুরিস্ট ভিসা প্রসেসিং সহ ওমরাহ প্যাকেজ পাবেন। টেলিফোনে এবং অনলাইনেও সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও দে-শ প্রবাসীদের স্বল্প মূল্যে এয়ার টিকেট পৌঁছে দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটি।
উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।